Sunday, June 17, 2018

ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি

আপনি কি একটি ওয়েবসাইট এর মালিক হতে চান?
তাহলে আর দেরি কেন!
এখনি পোস্টটি শেষ পর্যন্ত পড়ে ফেলুন।
নিজের একটি ব্লগ সাইট তৈরি করতে কোন টাকার প্রয়োজন নেই।
পৃথিবীর বিক্ষাত প্রতিষ্ঠান গুগল দিচ্ছে সাইট বানানোর সুবিধা।
যেভাবে ব্লগার দিয়ে সাইট বানাবেন:
1. প্রথমে ব্রাউজার এড্রেস বারে blogger.com লিখে এন্টার বাটনে চাপ দিন।
 “Create blog” লেখায় প্রেস করুন।
2. ব্লগার প্রোফাইল তৈরি করুন।

3. প্রথম জায়গায় আপনার সাইট এর টাইটেল,
২য় জায়গায় আপনার সাইট এর নাম ও ৩য় জায়গায় থিম(আপনার ব্লগের ডিজাইন) নির্বাচন করুন।
সবশেষে “Create blog” লেখায় প্রেস করুন।
পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

0 comments:

Post a Comment